ঢাকা, বাংলাদেশ:
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস রিজিওনাল শর্ট কোর্স– “এক্সিকিউটিভ লিডারশিপ”–এ অংশ নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বাংলাদেশ সরকারের ২১ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণটি পরিচালনা করেছে ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড।
এই কোর্সে বাংলাদেশ ছাড়াও নেপাল ও শ্রীলঙ্কার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও নির্বাহীরা অংশ নেন। প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীরা নৈতিক নেতৃত্ব, পক্ষপাতহীন জনসেবা ও অস্ট্রেলিয়ান পাবলিক সার্ভিসের নীতি–মূল্যবোধ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন। এর মাধ্যমে তারা সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জন প্রশাসনে বৈচিত্র্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কৌশল শিখেছেন।
প্রশিক্ষণ শেষে কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে গড়ে ওঠা আঞ্চলিক নেটওয়ার্ক দক্ষিণ এশিয়া অঞ্চলে সহযোগিতা, সুশাসন এবং ন্যায্য প্রশাসন আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।