ঢাকা, ২০ সেপ্টেম্বর:
বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) নতুন করে কোনো ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেনি। ঢাকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়েছে, সেটি ইউএই সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়।
রাষ্ট্রদূত বলেন, “যে ওয়েবসাইটে বাংলাদেশিদের ভিসা বন্ধের খবর প্রকাশ হয়েছে, সেটি ইউএই সরকারের কোনো সরকারি ওয়েবসাইট নয়।”
উল্লেখ্য, বাংলাদেশসহ কয়েকটি দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা আগের মতোই স্থগিত রয়েছে। তবে নতুন কোনো নোটিশ বা ঘোষণা আসেনি বলে দূতাবাস নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে “UAE Visa Online” নামের একটি বেসরকারি ওয়েবসাইট থেকে খবরটি ছড়িয়ে পড়ে। ১৭ সেপ্টেম্বর প্রকাশিত ওই খবর ২০ সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনার জন্ম দেয়।
দূতাবাস সূত্রের ভাষ্যমতে, বাংলাদেশিদের জন্য শ্রমিক ও ভ্রমণ ভিসা আগের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ থাকলেও নতুন কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি।